• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২৯:৩৩ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

ওমান থেকে ৮ প্রবাসীর মরদেহ এলো চট্টগ্রাম বিমান বন্দরে

চট্টগ্রাম প্রতিনিধি: স্বপ্ন অধরাই রয়ে গেল ৮ রেমিট্যান্স যোদ্ধার। গিয়েছিলেন ভাগ্য বদলের আশায়। ফিরতে হলো মরদেহ হয়ে। গত ৮ অক্টোবর ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত হন সন্দ্বীপের সাতজনসহ ৮ জন। ১০ দিন পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় তাদের মরদেহ। শোকে স্তব্ধ গোটা সন্দ্বীপ বাসী।৮ ওমান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ যখন ১৮ অক্টোবর শনিবার রাতে আসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, তখন শোকে স্তব্ধ গোটা সন্দ্বীপবাসী। কারণ, ৮ জনের মধ্যে সাত জনই সন্দ্বীপের। যাদের ৫ জনই সারিকাইত ইউনিয়নে। একজন রাউজান উপজেলার।পরে একে একে তাদের কফিন তোলা হয় অ্যাম্বুলেন্সে। এ সময় কান্নায় ভারী হয়ে ওঠে আশেপাশে পরিবেশ। হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকা সহায়তার কথা জানানো হয়। গত ৮ অক্টোবর বিকেলে ওমানের দুকুমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। পূর্ব সন্দ্বীপ হাইস্কুল মাঠে আজ ১৯ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯ টায় সন্দ্বীপের ৭ জনের নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান