• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৩০:৫৮ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

পানিতে ডুবে শিশুর মৃত্যু

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় বাড়ির পাশের পুকুরে পানিতে পরে সায়মা নামের ৩ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।২১ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। মৃত সায়মা উপজেলার পৌর এলাকার ৩নং কাদিরপুর গ্রামের ব্যবসায়ী রেজাউল ইসলামের মেয়ে।পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে সায়মা নিজের বাড়িতেই খেলছিলো। হঠাৎ তাকে খুঁজে পওয়া যাচ্ছিলো না। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে উঠলে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।খোকসা থানা ভারপ্রাপ্ত শেখ মঈনুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এশিয়ান টিভিকে জানান, শিশুটির পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান