• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৪৬:০৯ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে যুবলীগ নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: অপারেশন ডেভিলহান্টের আওতায় এবার রাঙামাটি শহরে গ্রেফতার হয়েছে যুবলীগ নেতা বিপ্লব। ২২ অক্টোবর বুধবার দুপুরে রাঙামাটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে কোতয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছে।তার বিরুদ্ধে জনমনে আতঙ্কসৃষ্টিসহ নিষিদ্ধ কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।গ্রেফতার মো. বিপ্লব রাঙামাটি শহরের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ বিপ্লবকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা বিকেলেই তাকে আদালতে সোপর্দ করেছি। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান