• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ দুপুর ১২:০৯:০৫ (15-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ইউরোপে কমলেও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা গেছে।রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বিশ্ববাজারে বাংলাদেশের মোট পোশাক রফতানি দাঁড়িয়েছে এক হাজার ৬১৩ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ রফতানির পরিমাণ ছিল এক হাজার ৬১১ কোটি ডলার।সার্বিকভাবে পোশাক রফতানি সামান্য বাড়লেও ইউরোপীয় ইউনিয়নে রফতানি কমেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি হয়েছে ৭৮৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের ৭৯১ কোটি ডলারের তুলনায় ১ দশমিক ০৩ শতাংশ কম।একই সময়ে অপ্রচলিত বা নতুন বাজারেও পোশাক রফতানিতে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। জুলাই–নভেম্বর সময়ে এসব বাজারে পোশাক রফতানি হয়েছে ২৬৭ কোটি ডলার, যেখানে আগের বছর একই সময়ে রফতানি ছিল ২৭৫ কোটি ডলার। ফলে নতুন বাজারে রফতানি কমেছে ৩ দশমিক ১৯ শতাংশ।তবে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে উল্টো চিত্র দেখা গেছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজার যুক্তরাষ্ট্রে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পোশাক রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ কোটি ডলারে। আগের বছর একই সময়ে এই রফতানি ছিল ১৭৯ কোটি ডলার, যা ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।