• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৪২:১৫ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের থানচি ও আলীকদমে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযান চালিয়ে ৬ সশস্ত্র চোরাকারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ১৯ অক্টোবর রোববার রাতে নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে বিয়য়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী ।ফেসবুক পোস্টে জানানো হয়, ১৮ অক্টোবর শনিবার পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার থানচি উপজেলায় বলিপাড়া বিজিবি জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে।এসময় অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ওয়াইবার ত্রিপুরাকে আটক করে যৌথবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের লিক্রি এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে ওয়াইবার ত্রিপুরার সহযোগী রোহান ম্রোকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ১টি পিস্তল, ২টি গাদা বন্দুক, ১টি হ্যান্ড গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড অ্যামুনিশন, ১টি মর্টার গোলার খালি বাক্সসহ বিভিন্ন প্রকার সরঞ্জাম উদ্ধার করা হয়।এছাড়া ১৯ অক্টোবর রোববার সকাল ৭টায় বান্দরবানের আলীকদম উপজেলার আগলা পাড়া এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় ৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮ রাউন্ড এমজি বল অ্যামুনিশন, ২ টি ওয়াকিটকি সেট, ৪টি ওয়াকিটকি চার্জারসহ বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান