• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২৯:৩১ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

মেহেরপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গের ৩০ জনকে বিজিবির কাছে হস্তান্তর

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মোট ৩০ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।২৫ অক্টোবর শনিবার কাজিপুর সীমান্ত এলাকায় একটি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।বিজিবি সূত্র থেকে জানায়, বিভিন্ন সময়ে এই বাংলাদেশিরা অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা আটক হয়ে জেল খেটেছেন। কারাভোগ শেষে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।হস্তান্তরকৃতদের মধ্যে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মোট ৩০ জন রয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় ও কোন কোন জেলার বাসিন্দা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বিজিবির কাজিপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, হস্তান্তরকৃতদের যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গাংনী থানায় সোপর্দ করা হবে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। এই হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান