• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৩৮:৫৯ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

সিলেট- জৈন্তাপুরে বিজিবির গুলিতে নিহত ১

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বিজিবির গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। সকালে উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল গ্রামে চোরাকারবারিদের পিকআপ ধাওয়া করে বিজিবি।এ সময় গাড়িটি নয়াখেল রাস্তার বাঁকে পৌঁছলে বিজিবি সদস্যরা গুলি ছোঁড়েন। রাস্তার পাশে শিম ক্ষেতে কাজ করা অবস্থায় নয়াখেল গ্রামের শরীফ উদ্দিনের পুত্র আলমাস মিয়া গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সিলেটের ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সকালে সুরইঘাট সীমান্তে চোরাকারবারিরা বিজিবির এক সদস্যকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে বিজিবি সদস্যরা। নয়াখেল গ্রামে তাদের গাড়ি আটক করতে বিজিবি গুলি ছুঁড়লে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি চোরাকারবারি কী না খতিয়ে দেখছে বিজিবি।