• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ দুপুর ১২:০৬:৩১ (15-Dec-2025)
  • - ৩৩° সে:
  • উপমহাদেশের খবর :
সংবাদ ছবি

ন্যাটো সদস্যপদের আশা থেকে সরে আসার ইঙ্গিত জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর পরিবর্তে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা চান তিনি।১৪ ডিসেম্বর রোববার স্থানীয় সময় ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনা করতে জার্মানির বার্লিনে পৌঁছে এসব কথা বলেন জেলেনস্কি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে তিনি সেখানে যান।বার্লিনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ইউক্রেন ন্যাটো সদস্যপদের দীর্ঘদিনের লক্ষ্য থেকে সরে আসার বিষয়ে বিবেচনা করতে পারে। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে ন্যাটোর অনুচ্ছেদ–৫–এর মতো শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা চায় কিয়েভ।ইউক্রেনের মতে, এটি তাদের পক্ষ থেকে একটি বড় ছাড়। কারণ এতদিন ন্যাটো সদস্যপদকেই রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হিসেবে বিবেচনা করা হয়ে আসছে।জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় অংশীদার, কানাডা ও জাপানের মতো দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পেলে ভবিষ্যতে আরেকটি রুশ আগ্রাসন প্রতিহত করা সম্ভব হবে।এদিকে শান্তি আলোচনা জোরদারের অংশ হিসেবে রোববার বার্লিনে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তাবিত মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে তারা ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।অন্যদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রোববার ইউক্রেনের জাপোরিজিয়া শহরে রুশ ড্রোন হামলায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।