দোয়ারাবাজারে কবরস্থান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত কবরস্থান থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকালে স্থানীয়দের নজরে এলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়রা কবরস্থানে মরদেহটি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে দোয়ারাবাজার থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।দোয়ারাবাজার থানার এস আই জলিল মিয়া বলেন, নিহত নারীর বয়স আনুমানিক (৪০) বছর হতে পারে। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মরদেহের শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।