• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২৯:২৭ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে বড় ভাইয়ের প্রেমের বলি ছোট ভাই

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে সামছুজ্জামান চৌধুরী সাদেক নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছেন প্রেমিকার স্বজনরা।২২ অক্টোবর বুধবার বিকেল ৫টায় বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর প্রেমিকার মা-বাবাসহ আত্মীয় স্বজনরা কৌশলে পালিয়ে যায়।জানা যায়, বলাকীপুর গ্রামের বাসিন্দা খালেকুজ্জামান চৌধুরীর বড় ছেলে পুলিশ সদস্য এনাতুজ্জামান চৌধুরীর সাথে একই গ্রামের মাওলানা সারাজ মিয়ার কন্যার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এনায়েত তার প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেও প্রেমিকার পরিবার তাতে রাজি হয়নি। ৪ মাস পূর্বে পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়।এর জের ধরে বুধবার বিকেল ৫টার দিকে এনায়েতের ছোটভাই সামছুজ্জমান চৌধুরী সাদেককে (১৮) কুপিয়ে হত্যা করে এনায়েতের শ্যালকসহ আত্মীয়-স্বজনরা। নিহত সাদেক হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।নিহত সাদেকের মা শরীফুল বেগম জানান, ‘আমার বড় ছেলে এনায়েতের সাথে সারাজের মেয়ে তাসনিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সারাজের বাড়িতে আমার ছেলের বিয়ে প্রস্তাব পাঠালে তিনি বিয়ে দিতে রাজি হননি। এরপর তার মেয়ে স্বেচ্ছায় আমার ছেলের কাছে পালিয়ে গিয়ে বিয়ে করে। এরপর থেকেই সারাজসহ তার পরিবারের সদস্যরা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনার জের ধরেই আমার ছেলেকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।’এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ‘ছেলে-মেয়ের প্রেম সংক্রান্ত ঘটনার বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।’ 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান