• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ১২:১৯:৩৩ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে শিশুদের ফ্রি হেলথ ক্যাম্প ও সৃজনশীলতা যাচাই প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের হিলভিউ এলাকার শিশু বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হলো শিশুদের জন্য 'ফ্রি হেলথ ক্যাম্প ও সৃজনশীলতা যাচাই প্রতিযোগিতা'। সামাজিক সংগঠন হারবিজের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি শীতকালীন রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতন করতে একটি সেমিনারের আয়োজন করা হয়।আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রামের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলভিউ আবাসিক মালিক কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলম।অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের জন্য চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বয়সের শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামীর চট্টগ্রাম গড়তে শিশুদের মেধা বিকাশের উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের সচেতন দৃষ্টি দিতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সুবিধাবঞ্চিত শিশুদের সুষ্ঠু বিকাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন।”বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বিজয় দিবস উপলক্ষে শিশুদের নিয়ে এমন প্রাণবন্ত ও অর্থবহ আয়োজনের জন্য হারবিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে হারবিজের সিইও মদিনা আফরিন জানান, বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রায় ২৪ শতাংশ ঘটে নিউমোনিয়ার কারণে। শীতকালে এই ঝুঁকি আরও বৃদ্ধি পায়। মূলত শিশুদের মা-বাবাদের সচেতন করার লক্ষ্যেই বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে এই ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।