• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৩৪:৫২ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

নেত্রোকোণার কেন্দুয়ায় উপশাখা চালু করেছে জনতা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় প্রথমবার উপশাখা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি।২০ অক্টোবর সোমবার কেন্দুয়া উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো.ফয়েজ আলম। এসময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার উপিস্থত ছিলেন।ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেকের সভাপতিত্বে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় ও এরিয়া অফিসের নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি প্রান্তিক জনপদে প্রথম উপশাখা উদ্বোধনের মধ্য দিয়ে ব্যাংকিং সেবা পরিচালনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান