শ্রীপুরে তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির লিফলেট বিতরণ
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত '৩১ দফা' কর্মসূচি বাস্তবায়নে গাজীপুরের শ্রীপুরে লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি।২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকালে গাজীপুর-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার-এর নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।কর্মসূচিটি শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা, অবদার মোড় থেকে শুরু হয়ে মাওনা বাজার হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন স্থানে পরিচালিত হয়।এ সময় বিএনপি নেতা আক্তারুল আলম মাস্টার বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই আমাদের এই প্রচার কার্যক্রম।"লিফলেট বিতরণকালে উপস্থিত নেতাকর্মীরা জনসাধারণের মাঝে বিএনপির এই ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।