• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:০৪:০১ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মামুন মাহমুদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।১৮ অক্টোবর শনিবার শহরের তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আপনাদের সাথে এভাবে বসার সুযোগ পাইনি। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম তুলে ধরেছেন। আমি আপনাদের ভাই আপনারা আমাদের ভাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নারায়ণগঞ্জ -৩ আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। সীমানা নির্ধারণ হওয়ার আগে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা নিয়ে নারায়ণগঞ্জ -৪ সংসদীয় আসন ছিল। তখন আমি ওই আসনেও নির্বাচনী প্রচার প্রচারণা করেছি। তাই দল আমাকে যেই আসন থেকে মনোনয়ন দেয় আমি সেই আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক।এসময় তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্তি করে।