কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে কুমারখালীর সকল কর্সকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জুলাই যোদ্ধা, সুধীজন ও স্থানীয় সাংবাদিকের মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, থানার ওসি খন্দকার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, সাধারণ সম্পাদক সোহাগ মাহামুদ আহত জু্লাই যোদ্ধা আবু হানিফ, বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের নেতা আকাশ মাহমুদ প্রমূখ।

সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, '১৪ সালের নির্বাচনে যদি ভোট না উঠে যেত এদেশ থেকে। তাহলে পতিত সরকারের এতোটা এদশা হতোনা। কারণ এরআগেও ৯৬ সালে সরকার পরিবর্তন হয়েছে। ২০০১ এ হয়েছে, ২০০৮ এ হয়েছে। কিছু সমস্যা হয়তো হয়েছে আইন শৃঙ্খলার। তবে এমন ভয়াবহ অবস্থা বাংলাদেশে কোনোদিনও হয়নি। কিন্তু সমস্যা সৃষ্টি হলো যখন এদেশ থেকে ভোট উঠে গেল। সুতরাং যে খুব ছোট্ট একটি কাজ। সামান্য একটি অধিকার তা কিন্তু না।'
জেলা প্রশাসক আরও বলেন, ' অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা যেমন মানুষে অধিকার। এইভাবে সুষ্ঠুভাবে ভোট দিয়ে আমার প্রার্থীকে নির্বাচিত করব। যিনি আমাদের সুখে দুঃখে পাশে থাকবে। কষ্ট দুর্দশা সরকারের কাছে পৌছে দেবে। সুতরাং আগামী নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবেনা। যেকোনো মূল্যে সুষ্ঠ ভোট করব।'
তিনি আরও বলেন, 'সরকারের সক্ষমতা অনুযায়ী উন্নয়ন কাজ চলমান থাকবে। যদি কোনো ঠিকাদার স্টিমেট অনুযায়ী কাজ না করে থাকে। তাহলে সরকারি আমাকে ফোন দিবেন। তবে আইন হাতে তুলে নিবেন না। মব জাস্টিস আর চলবেনা। হয়লে আমরা শক্তহাতে প্রতিহত করব। কাউকেই ছাড় দাওয়া হবেনা। '
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available