• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ রাত ১০:০৬:৫২ (27-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ধর্মীয় শিক্ষাই জাতিকে নৈতিক পথে ফিরিয়ে আনতে পারে: মামুনুল হক

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে শরীয়তুন হাবিব দারুল উলুম কওমী মাদ্রাসার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী চিন্তাবিদ ও আলেমে দীন হাফিজ মাওলানা আল্লামা মামুনুল হক (দা.বা.) বলেছেন, ‘ধর্মীয় শিক্ষাই জাতিকে নৈতিক পথে ফিরিয়ে আনতে পারে।’২৭ অক্টোবর সোমবার দুপুরে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও ধর্মীয় শিক্ষার বিস্তারকে লক্ষ্য করে আয়োজিত ওই অনুষ্ঠানে এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে এক বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন।এ সময় স্থানীয় আলেম-উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।মামুনুল হক বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য কেবল চাকরি পাওয়া নয়; শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সৎ, আল্লাহভীরু ও নৈতিক করা। আমাদের শিক্ষাব্যবস্থা ক্রমে ধর্মীয় চেতনা থেকে দূরে সরে যাচ্ছে। যে শিক্ষা মানুষকে নৈতিকতার দিক থেকে দুর্বল করে, তা কখনো জাতিকে উন্নতির পথে নিতে পারে না।’তিনি আরও বলেন, ‘কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা কাঠামো প্রণয়নই দেশের শান্তি ও স্থিতিশীলতার একমাত্র পথ। আমরা চাই না শিক্ষায় ধর্ম বাদ দেওয়া হোক। ইসলামকে কেন্দ্র করে শিক্ষা হলে শিক্ষার্থী শুধু বিদ্বান নয়, নীতিবান নাগরিক হিসেবেও গড়ে উঠবে।’মামুনুল হক শিক্ষাব্যবস্থায় ইসলামি শিক্ষাবিদদের অন্তর্ভুক্তি ও কুরআন শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান। তার মতে, ‘যদি ইসলামি মূল্যবোধকে উপেক্ষা করা হয়, তবে সমাজে নৈতিক অবক্ষয় রোধ করা যাবে না।’