• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:২৪ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

ধর্মীয় শিক্ষাই জাতিকে নৈতিক পথে ফিরিয়ে আনতে পারে: মামুনুল হক

২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:১৩:১৮

সংবাদ ছবি

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে শরীয়তুন হাবিব দারুল উলুম কওমী মাদ্রাসার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী চিন্তাবিদ ও আলেমে দীন হাফিজ মাওলানা আল্লামা মামুনুল হক (দা.বা.) বলেছেন, ‘ধর্মীয় শিক্ষাই জাতিকে নৈতিক পথে ফিরিয়ে আনতে পারে।’

২৭ অক্টোবর সোমবার দুপুরে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও ধর্মীয় শিক্ষার বিস্তারকে লক্ষ্য করে আয়োজিত ওই অনুষ্ঠানে এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে এক বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন।

Ad

এ সময় স্থানীয় আলেম-উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মামুনুল হক বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য কেবল চাকরি পাওয়া নয়; শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সৎ, আল্লাহভীরু ও নৈতিক করা। আমাদের শিক্ষাব্যবস্থা ক্রমে ধর্মীয় চেতনা থেকে দূরে সরে যাচ্ছে। যে শিক্ষা মানুষকে নৈতিকতার দিক থেকে দুর্বল করে, তা কখনো জাতিকে উন্নতির পথে নিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা কাঠামো প্রণয়নই দেশের শান্তি ও স্থিতিশীলতার একমাত্র পথ। আমরা চাই না শিক্ষায় ধর্ম বাদ দেওয়া হোক। ইসলামকে কেন্দ্র করে শিক্ষা হলে শিক্ষার্থী শুধু বিদ্বান নয়, নীতিবান নাগরিক হিসেবেও গড়ে উঠবে।’

মামুনুল হক শিক্ষাব্যবস্থায় ইসলামি শিক্ষাবিদদের অন্তর্ভুক্তি ও কুরআন শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান। তার মতে, ‘যদি ইসলামি মূল্যবোধকে উপেক্ষা করা হয়, তবে সমাজে নৈতিক অবক্ষয় রোধ করা যাবে না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কুমারখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৪২:১৮






Follow Us