আবু সাঈদের জন্মবার্ষিকীতে বেরোবি ছাত্রদলের দোয়া ও খাবার বিতরণ
বেরোবি প্রতিনিধি: শহীদ আবু সাঈদের জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।১১ ডিসেম্বর বৃহস্পতিবার আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, আজ আমরা এক বিশেষ মানুষকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার ত্যাগ, সংগ্রাম ও স্মৃতি আমাদের হৃদয়ে অমর হয়ে আছে। শহীদ আবু সাঈদ সত্য ও ন্যায়ের পথে জীবন উৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা ও সাহসের প্রতীক। আমরা তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করি।উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।