বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২৭ অক্টোবর সোমবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি কারিতাস কার্যালয় মাঠে একশত পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়।


শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামালসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, বকশীগঞ্জ উপজেলা একটি দুর্যোগপ্রবণ এলাকা। এই উপজেলায় প্রতি বছর বন্যা, খড়া, নদী ভাঙন, হাতির আক্রমণ ও পাহাড়ি ঢলের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সরকারের পক্ষ থেকে আমরা সেইসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে থাকি। এ কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available