• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ১২:৫৪:০৭ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সহযোগীকে ৭ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।১৬ ডিসেম্বর মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগ জানায়, ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেফতার করে র‌্যাব। একই দিনে মামলার আরেক আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে আদালত ৫ দিনের রিমান্ডে পাঠান।এছাড়া রোববার হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।উল্লেখ্য, শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রোববার রাতে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের উদ্দেশ্যে রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন।