• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৩৪:৫১ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ভারতীয় নম্বর থেকে জেলারকে স্বপরিবার হত্যার হুমকি

নাটোর প্রতিনিধি: নাটোর কারাগারের জেলারকে স্বপরিবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী জেলার।২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর সদর থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী জেলার শেখ মো. রাসেল।এর আগে গত ২১ অক্টোবর মঙ্গলবার রাতে তার ব্যক্তিগত ফোনে ভারতীয় নাম্বারের হোয়াটস অ্যাপ নম্বর থেকে কল আসে। ফোনে ওই ব্যক্তি নিজেকে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল বলে পরিচয় দেন। কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা মো. রাশিদুল ইসলাম কোয়েল তার ঘনিষ্ঠ ব্যক্তি বলে তিনি জানান এবং তার জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে না জানানোর নির্দেশ দেন। তা না হলে ‘সমস্যা হবে বলে হুমকি দেওয়া হয়।২২ অক্টোবর বুধবার বিকেলে রাশিদুল ইসলাম জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে। এরপর বুধবার রাতে তার সরকারি ফোনে পুনরায় হুমকিমূলক বার্তা আসে।বার্তায় লেখা ছিল, ‘আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন, আপনার বউসহ পুরো পরিবারকে কীভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা ঠিক করে রাখবেন।’জেলার শেখ মো. রাসেল বলেন, ‘ঘটনার পর থেকে তিনি এবং তার পরিবার আতঙ্কে আছেন।’ সেকারণে নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছেন বলে মন্তব্য করেন তিনি।বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ‘নাটোর কারাগারের জেলার একটি জিডি করেছেন। সেটার অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।’