বিজয় দিবসে জিয়াউর রহমান-এর সমাধিতে জিসপ’র শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)।১৬ ডিসেম্বর মঙ্গলবার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন-এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন- জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মো. জাকির হোসেন সিরাজী, সহ সভাপতি মো. ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, এমএ মহিত চৌধুরী, মো. জাকির হোসেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।