• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:৩০ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

উসমান হাদীকে হত্যার চেষ্টা, বকশীগঞ্জে সড়ক অবরোধ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।১৩ ডিসেম্বর শনিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বকশীগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড় অবরোধ করা হয়।জুলাই ঐক্য বকশীগঞ্জ-এর ব্যানারে প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে চৌরাস্তা মোড়ে দেড় ঘণ্টা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হলে জনদুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।অবরোধ চলাকালে এসময় শাহরিয়ার আহমেদ সুমন, শহিদুল ইসলাম সানী, বায়জিদ আলামিন, সা'দ আহমেদ রাজু, লাদেন আকন্দ, খন্দকার কাজল সহ অনেকেই বক্তব্য রাখেন।পাশাপাশি বিক্ষুব্ধদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বক্তব্য প্রদানকালে বক্তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন।ঘোষিত সময়ের মধ্যে উসমান হাদীর ওপর হামলায় জড়িতরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।পরে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।