• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ১১:৩১:৫৯ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন

মাল্টিমিডিয়া রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ, শরীরচর্চা ডিসপ্লে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ প্রদর্শনীতে গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে। একই সঙ্গে শরীরচর্চা ডিসপ্লে প্রতিযোগিতায় বিদ্যালয়টি তৃতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে তুলেন স্থানীয় কণ্ঠশিল্পী মইন আল হোসাইন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম (ভারপ্রাপ্ত)।বক্তারা মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান