• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:৫৫:০১ (28-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চাকসু সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে: ভিপি ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক: ‘আমরা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস তৈরি করতে চাই। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে চাকসু পরিচালনা করতে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় চাকসু সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়া ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. ইব্রাহিম হোসেন রনি।১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ক্যাম্পাসে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া চাকসু নির্বাচনে ২৬ পদের মধ্যে ভিপি জিএসসহ ২৪ পদে জয়লাভ করে শিবির।ইব্রাহিম বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি। তারা আমাদের ওপর আস্থা রেখেছেন।যে দায়িত্ব শিক্ষার্থীরা আমাদের ওপর দিয়েছেন, তা সম্পূর্ণ আমাদের জন্য আমানত। আমরা চাই, যে আমানত তারা আমাদের ওপর দিয়েছেন, তা পুঙ্খানুপুঙ্খরূপে যেন পালন করতে পারি।’তিনি আরো বলেন, ‘নির্বাচনী ইশতেহারে ১২ মাসে ৩৩টি সংস্কার করার কথা বলছি। আমি মনে করি আজ থেকে আমার দায়িত্ব হবে, কমিটমেন্টগুলো রক্ষা করা। আবাসন, খাবারের মান বৃদ্ধি ও যাতায়াতের ওপর বিশেষভাবে ফোকাস করতে চাই।’এর আগে চাকসুর নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সুন্দর ক্যাম্পাস উপহার দেব।’