রংপুর রিজিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ পণ্য জব্দ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৫ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় দিনাজপুর সেক্টর সদর দপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হানান খান।এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার, অপারেশন অফিসার মেজর তানিম হাসান খানসহ অন্যান্য কর্মকর্তারা।প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে, বিদেশি মদের ১,০০০ বোতল, ৩,৪৭০ পিস ইয়াবা, ২২৮ কেজি গাঁজা, ৯৬৬ বোতল ফেন্সিডিল, বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন।এছাড়া এসব অভিযানে ৪৮ জন আসামিকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।