• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১০:৫৪:৫১ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

তালায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।১৩ অক্টোবর সোমবার দুপুরে পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন করার সময় এ ঘটনা ঘটে।  জানা যায়, মেয়েটির নাম মারিয়া তুন নিশি (১৪)। সে তালা কে. এম. মডেল হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। দুপুরের ভোজন পর্ব শেষে আত্মীয় স্বজন বিয়ের কাজ সম্পন্ন করতে উদ্যত হয়। খবর পেয়েই উপজেলা মহিলা অধিদপ্তরের লোকজন হাজির ঘটনাস্থলে হাজির হয়ে বিবাহ বন্ধ করে।বাল্যবিবাহ দেওয়ার কারণে মেয়ের বাবা ফেরদৌস সরদার মঞ্জু, মাতা স্বপ্না দাস, ফুফা হাসান ইমামের মুচলেকা নিয়ে বিবাহ বন্ধ ঘোষণা করা হয়। এসময় ঘটকসহ সংশ্লিষ্ট আত্মীয়রা গা ঢাকা দেয়।এ ব্যাপারে তালা কে. এম. মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান জানান, মেয়েটির বিয়ের খবর পেয়ে আমি প্রশাসনকে জানাই।সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা নাজমুন নাহার জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিবাহ বন্ধ করি। পরবর্তীতে বিবাহ সম্পন্নের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।’