• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ রাত ০৯:১৪:৪৪ (27-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙামাটিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রাঙামাটি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ অক্টোবর সোমবার সকাল ১১টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের পৌরসভা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়।র‌্যালিটি শহরের কাঁঠালতলী, বনরূপাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের র‌্যালি শেষ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী ও যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউছুপ, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে যুবদলকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।