• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:২১:৩০ (28-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় আইসক্রিম ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি, নাশকতার আশঙ্কা মালিকের

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন এলাকার চয়েস এন্টারপ্রাইজ নামে একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ফ্যাক্টরিটির মালিক। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আশঙ্কা তার। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।ক্ষতিগ্রস্ত কোম্পানির মালিক মাহবুবুর রহমানের সাথে কথা বলে জানা যায়, ১৪ জানুয়ারি মঙ্গলবার ভোর ৫টার দিকে তার আইসক্রিম ফ্যাক্টরি চয়েস এন্টারপ্রাইজে আগুন লাগে। এতে পুরো ব্যাবসায়িক প্রতিষ্ঠানের কাগজপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ৭০ বাই ৫০ ফুট আয়তনের আইসক্রিম ফ্যাক্টরিটা এখন শীতকাল থাকায় বন্ধ ছিল।তবে ভেতরে ৭৭০ লিটার আয়তনের ২৫টি ফ্রিজ, ১২টি ভ্যানগাড়ি, ৯টি অটোগাড়ি, ২টি সিএনজি অটোরিকশা, যাবতীয় মেশিনারিজসহ পুরো স্থাপনা পুড়ে গেছে। এ প্রতিষ্ঠানে আইসক্রিম ফ্যাক্টরির পাশাপাশি চারটি কোম্পানির ডিলারশিপ ছিল। সোমবার এসব কোম্পানির অনেক টাকার মালামাল এসেছিল বলেও জানান মালিক রহমান।মাহবুবুর রহমান আরও বলেন, আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানো ছিল। এর মধ্যে দুটি গাছের উপর ছিল। যেখানে আগুন পৌঁছায়নি। কিন্তু অগ্নিকাণ্ডের পর গিয়ে দেখি, সেই দুটি ক্যামেরা নেই। তাই পরিকল্পিতভাবে নাশকতা করা হয়েছে বলে আমার সন্দেহ। আমার ১৫ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠানটি এক মুহূর্তে পুড়ে শেষ হয়ে গেছে।রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আইসক্রিম ফ্যাক্টরিতে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। কোম্পানির মালিক এটিকে পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক অগ্নিকাণ্ড বলে দাবি করছেন।