• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১০:৫৪:৫৮ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ের অফিস থেকে ল্যাপটপ, প্রজেক্টর ও রাউটার চুরি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার সাদেকপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর ও ওয়াইফাই লাইনের রাউটার চুরি করে নিয়ে গেছে।বিদ্যালয়ের সংশ্লিষ্টদের ধারণা, ২০ অক্টোবর সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনাটি ঘটে।বিদ্যালয়ের অফিস সহকারী কাম নৈশ প্রহরীর দায়িত্বে থাকা গোলাম এরশাদ বিদ্যালয়ে না থাকায় ওই চুরির ঘটনাটি ঘটেছে। খোয়া যাওয়া মালামালের মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা বলে জানা গেছ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউর রহমান জানান, মঙ্গলবার সকালে অফিস সহকারী কাম নৈশ প্রহরী বিদ্যালয় খুলতে এসে দেখেন বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কাটা। এরপর তাকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি দ্রুত বিদ্যালয়ে গিয়ে দেখেন অফিস কক্ষে থাকা একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর ও ওয়াইফাইয়ের রাউটারসহ মূল্যবান মালামাল চোরের দল নিয়ে গেছে।তিনি আরও জানান, অফিস সহকারী রাতে বিদ্যালয়ে না থাকায় ওই চুরির ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও সেনবাগ থানাকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। অফিস সহকারী কাম নৈশ প্রহরী গোলাম এরশাদকে কারণ দর্শানোর জন্য নোটিশ করা হয়েছে বলেও জানান তিনি।