• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ০৩:২০:৩১ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লংগদু পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে পুলিশের অভিযানে দুইশ’ পিস ইয়াবাসহ হাছান আলী (২৫) এক যুবককে আটক করেছে পুলিশ।১৪ ডিসেম্বর রোববার আনুমানিক ৫টার সময় উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলা যাত্রীছাউনীর সামনে মূল সড়কে অভিযান পরিচালনা করে উক্ত মাদক পাচারকারী হাছান আলীকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ১নং আটারকছড়া ইউপিস্থ করল্যাছড়ি ক্যায়াংঘর বটতলায় যাত্রীছাউনির সামনে পাকা রাস্তার উপর এসআই (নিঃ) এস,এম,আল- মামুন এর নেতৃত্বে মোবাইল ডিউটি করাকালীন সময়ে চেক পোস্ট পরিচালনা করে। এসময় তল্লাশি করার এক পর্যায়ে একজন মাদক কারবারি মো. হাছান আলীর কাছে দুইশ’ পিস ইয়াবা পাওয়া যায়।মাদক কারবারি হাছান খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার উত্তর মিলনপুর ৭নং ওয়ার্ড মো. নিজামের ছেলে।লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, মাদক কারবারি হাসান আলীকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান, লংগদু থানা পুলিশ সর্বদা মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাবে।