• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ০৮:৩৬:১০ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কচুয়ায় মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তুহিন হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।১৪ ডিসেম্বর রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই সাইফুল ইসলাম ফোর্স নিয়ে কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।গ্রেফতার তুহিন আশ্রাফপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।জানা যায়, শাহরাস্তি থানার মাদক মামলার ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন তুহিন।পুলিশ জানায়, সোমবার সকালে পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।