চট্টগ্রামের চান্দগাঁও থেকে কিশোরী নিখোঁজ, খুঁজে ফিরছেন পিতা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরীর নাম সাইলা ইয়াসমিন দোহা (১৬)।পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত ১১ অক্টোবর শনিবার বিকেল ৪টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।সাইলার বাবা সৈয়দ নূর মেয়েকে খুঁজতে ১৭ অক্টোবর শুক্রবার রাঙ্গুনিয়া আসেন। তিনি জেনেছেন, মিরাজ নামে এক ব্যক্তি তার মেয়েকে এখানে নিয়ে এসেছেন। সম্ভাব্য স্থানে খুঁজেও তার মেয়েকে পাওয়া যায়নি বলে জানান তিনি। নিখোঁজ সাইলার পিতা ছৈয়দ নুর এ ঘটনায় চান্দগাঁও থানায় ১৬ অক্টোবর বৃহস্পতিবার সাধারণ ডায়রি করেছেন।এ বিষয়ে চান্দগাঁও থানার এসআই মমতাজ খাতুন বলেন, ‘নিখোঁজ কিশোরীর সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’কিশোরী সাইলা ইয়াসমিন দোহার সন্ধান কেউ পেলে 01854-751530 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পিতা সৈয়দ নূর।