• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:০৪:০৩ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লি. এর কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।১৬ অক্টোবর বৃহস্প্রতিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনের ফলাফলে সভাপতি পদে এম এম ফারুক (ছাতা প্রতীক ) ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোশারফ হোসেন মোল্লা (চেয়ার প্রতীক) ১৩৬ ভোট।সহ-সভাপতি পদে মো. শাহিন প্রধান (হাতি প্রতীক ) নিয়ে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বজলুল হক (বাইসাইকেল প্রতীক ) ১০১ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে মো. ফজলুল হক (মোরগ প্রতীক ) ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম উদ্দিন উজ্জ্বল (দেয়াল ঘড়ি প্রতীক) ১২০ ভোট পেয়েছেন।নির্বাচনে জয়ী প্রার্থীরা বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে শ্রীপুর বাজার বণিক সমিতি তার সদস্যদের আকাঙ্খিত লক্ষ্য পূরণে আরও একধাপ এগিয়ে গেল। নির্বাচিত নতুন কমিটি বাজারের সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বণিক সমাজ গঠনে কাজ করবে—এমনটাই প্রত্যাশা সকলের।