• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ০২:০৮:৩৬ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১১শ জন কৃষকের মাঝে ২ কেজি বোরো ধান হাইব্রিড জাতের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ বিতরণের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লাইজু বেগমসহ বিভিন্ন ব্লকের কৃষি কর্মকর্তাবৃন্দ।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৌসুমে ধানের ফলন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যেই সরকার এই সহায়তা প্রদান করছে। এই প্রণোদনা কৃষকদের চাষাবাদে আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।