• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১০:৫৬:১৯ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী শান্ত রায়কে সাময়িক বহিষ্কার

ক্যাম্পাস প্রতিনিধি: যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত রায়কে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবির মুখে শান্ত রায়কে সাময়িক বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন।২১ অক্টোবর মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টায় বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অধ্যাপক এ কে এম মাসুদ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ অক্টোবর বুধবার উপাচার্যের সঙ্গে বৈঠক করে অভিযুক্ত শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম রেডডিট-এ মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণের অভিযোগে শ্রী শান্তকে গ্রেফতারের দাবিতে বুয়েটের আহসানুল্লাহ হলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে ক্যাম্পাসে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।