প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল চুরি
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ছোটরা মধ্যপাড়া এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত প্রবাসীর পরিবারের।১৪ অক্টোবর মঙ্গলবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছোটরা মধ্যপাড়া এলাকার সামিহা রুবাইয়াৎতের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় তার বাড়িতে কেউ ছিলেন না। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সামিহা রুবাইয়াৎ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগী সামিহা রুবাইয়াৎ বলেন, ‘আমি আমার বোনের বাড়িতে বেড়াতে যাই। হঠাৎ করে আমার প্রতিবেশী আমাকে ফোন দিয়ে বলে, আমার বাসায় চুরি হয়েছে। আমি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছি।’তিনি আরও বলেন, ‘আমার বাসা থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা নগদ অর্থ, ৭ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইলসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল চুরি করেছে।এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’