ভৈরবে ট্রেনে আক্রমণ, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক: ভৈরবে উপকূল এক্সপ্রেস ট্রেনে আক্রমণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।২৭ অক্টোবর সোমবার রাতে ভৈরব রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশ এ যৌথ অভিযান পরিচালনা করে।গ্রেফতাররা হলেন- মো. সাজন (১৬), মো. ফাহিম (১৭) ও মো. আরমান (১৬)।অভিযান সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ ভৈরব রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা করেন। অন্যান্য আসামি চিহ্নিত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।