• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:০১:২২ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রূপগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বাহিনীর বিরুদ্ধে। তারা জমি দখল নিতে বিভিন্ন ফলজ বৃক্ষ কেটে ও বসত ঘর ভেঙে ফেলে। প্রতিবাদ করায় প্রবাসীর পরিবারকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এতে চরম আতংকে রয়েছে তারা।জমির মালিক প্রবাসী জসীম ও তার পরিবারের লোকজন জানান, রূপগঞ্জের সদর ইউনিয়নের মধুখালী এলাকায় পিতলগঞ্জ মৌজায় তারা তাদের পৈতৃক ১৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল। এদিকে বিগত সরকারের আমলে স্থানীয় রাকিবুল হাসান মিঠুসহ তার লোকজন জমির মালিকানা দাবি করে জোরপূর্বক ওই জমির বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে ও বসত ঘর ভেঙে কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন করে বাউন্ডারি নির্মাণ করে।এদিকে সোমবার সকালে সেই জমিতে জসীমের বড় ভাই মোশারফ সেই জমিতে গেলে মিঠুর লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে তারা চরম আতংকে রয়েছে।এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।