• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ১১:৩১:৪০ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

মাল্টিমিডিয়া রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৮) নামে একজন নিহত হয়েছে।৫ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত স্টোর অফিসার সিদ্দিকুর রহমান বরিশাল জেলার বিমানবন্দর থানার মৃত ইসমাইল ফকিরের ছেলে বরিশাল।স্থানীয়রা জানিয়েছেন, তিনি টঙ্গীর মধুমিতা রোড এলাকায় আপনের হাউজিং-এর ১০ তলায় এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো আজ ভোরে তিনি কেরানীগঞ্জের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন। কিন্তু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেইট এলাকায় বিআরটি প্রকল্পের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তারা তাকে বাম হাতে ছুরিকাঘাত করলে, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকায় এই ধরনের ঘটনা বিরল। নিহতের পরিবার ও প্রতিবেশীরা ভয়ের মধ্যে রয়েছেন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান বলেন, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত যে কোনো আসামিকেই আমরা ধরব। এক বিন্দুরও ছাড় দেওয়া হবে না। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, আমরা ঘটনার দুঃখ প্রকাশ করছি। তদন্ত যথাযথভাবে চলছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে এবং এলাকায় সতর্কতা জারি করেছে। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয়রা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, যাতে অপরাধীরা শাস্তি পেতে পারে।