চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে পৃথক ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ২৬ অক্টোবর রোববারের এই ঘটনায় সব ক্রু সদস্যদকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনী দুটি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নৌবাহিনী জানিয়েছে, মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএমএম) ‘ব্যাটল ক্যাটস’-এর জন্য নিযুক্ত একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার স্থানীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে বিমানবাহী জাহাজ ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়।এর পর বিকেল সোয়া ৩টার দিকে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন (ভিএফএ) ২২-এর ‘ফাইটিং রেডককস’-এর জন্য নিযুক্ত একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট ফাইটারও নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। নৌবাহিনী জানিয়েছে, দুটি আকাশযানের ক্রু সদস্যরা সফলভাবে বেরিয়ে আসেন এবং নিরাপদে উদ্ধার করা হয়েছে।চীন এবং দক্ষিণ-পূর্ব এশীয় বেশ কয়েকটি দেশ দ্বারা বেষ্টিত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের কিছু অংশের মালিকানা নিয়ে কয়েকটির দেশের মধ্যে বিরোধ রয়েছে। তবে আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করে বেইজিং প্রায় সমস্ত কৌশলগত জলপথের মালিকানা দাবি করে।মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এশিয়ায় কূটনীতিক সফরের মধ্যে এই দুর্ঘটনা ঘটল। চলতি সপ্তাহে বাণিজ্য বিষয়ে চুক্তি করতে দক্ষিণ কোরিয়ায় চীনা নেতা শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে। সূত্র: সিএনএন।