• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ বিকাল ০৫:৩২:৪০ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খোকসায় আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেফতার ৩

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় অভিযান পরিচালনা করে ইউনিয়ন সভাপতিসহ আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোরে জানিপুর ইউনিয়নের নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, উপজেলার জানিপুর ইউনিয়নের জোতমানিকাট গ্রামের মৃত ফণিভূষণ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ, একতারপুর দক্ষিণ পাড়ার মৃত ফটিক সর্দারের ছেলে মুন্নাফ সর্দার এবং একতারপুর পূর্বপাড়ার মৃত আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে নাসির উদ্দিন বিশ্বাস।গ্রেফতার সন্তোষ কুমার ঘোষ জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, নাসির উদ্দিন বিশ্বাস সাংগঠনিক সম্পাদক এবং মুন্নাফ সর্দার একতারপুর দক্ষিণ পাড়ার সাবেক মেম্বার ও আওয়ামী লীগ সদস্য।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, ‘বিস্ফোরক পদার্থ আইনে জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বিশ্বাস এবং একতারপুর দক্ষিণ পাড়ার সাবেক মেম্বার ও আওয়ামী লীগ সদস্য মুন্নাফ সর্দারকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’