• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ০৯:৩৬:৪৪ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

‘যে আশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আ. লীগ সব চূর্ণ করে দিয়েছে’

নিজস্ব প্রতিবেদক: যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আওয়ামী লীগ সব চূর্ণ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।১৬ ডিসেম্বর মঙ্গলবার বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গণমাধ্যমকে একথা বলেন তিনি।মির্জা আব্বাস বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা বিএনপির।জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, এ দলটি ৪৭ এবং ৭১-এ স্বাধীনতা চায়নি, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না।বিএনপির আরেক নেতা আব্দুল মঈন খান বলেন, বিজয়ের ৫৩ বছরে পরও স্বাধীনতাকে খুঁজছে এদেশের মানুষ।গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। যে কারণে ২৪ এর গণঅভ্যুত্থান। এ সময়, আওয়ামী লীগ নির্বাচনের ৫০ জন প্রার্থীকে হত্যার মিশনে নেমেছে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।