হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে বহু মানুষের জীবন বাঁচালেন পথচারী আহমেদ
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলার ঘটনায় বীরত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসায় ভাসছেন এক পথচারী। এক বন্দুকধারীকে পেছন থেকে জাপটে ধরে তার রাইফেল কেড়ে নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তিনি অস্ট্রেলিয়ার ‘হিরো’ হিসেবে পরিচিতি পান। সাহসী ওই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি পার্কিং এলাকায় দৌড়ে গিয়ে রাইফেলধারী এক হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন আহমেদ। তিনি হামলাকারীকে কাবু করে অস্ত্রটি কেড়ে নেন এবং পরে সেটি মাটিতে ফেলে দেন।ভিডিওতে আরও দেখা যায়, নিরস্ত্র হয়ে পড়া হামলাকারীটি হোঁচট খেয়ে একটি সেতুর দিকে সরে যায়, যেখানে আরেকজন বন্দুকধারী অবস্থান করছিল।পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তৃতীয় কোনো বন্দুকধারী জড়িত ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।ভাইরাল হওয়া ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বহু ব্যবহারকারী সাহসী ওই ব্যক্তির প্রশংসা করে বলেন, তার দ্রুত ও দৃঢ় পদক্ষেপ বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে।অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়, ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদ সিডনির বাসিন্দা। যদিও আল জাজিরা তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদের চাচাতো ভাই মুস্তাফা জানান, ঘটনার সময় আহমেদ গুলিবিদ্ধ হন।মুস্তাফা বলেন, ‘সে হাসপাতালে ভর্তি আছে। ভেতরে কী অবস্থা, তা এখনো পুরোপুরি জানা যায়নি। আমরা আশা করছি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। সে নিঃসন্দেহে একজন নায়ক।’ তিনি আরও জানান, রোববার রাতেই আহমেদের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, ‘আমি জীবনে এমন অবিশ্বাস্য সাহসিকতার দৃশ্য আর দেখিনি। ওই ব্যক্তি একজন প্রকৃত নায়ক। তার কারণেই অনেক মানুষ প্রাণে বেঁচে গেছে।’অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও সাহসী নাগরিকদের প্রশংসা করে বলেন, ‘কিছু অস্ট্রেলিয়ান বিপদের দিকে ছুটে গেছেন অন্যদের বাঁচাতে। তারা প্রকৃত নায়ক এবং তাদের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা পেয়েছে।’এদিকে, এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৬ জনে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, হামলাটি ইচ্ছাকৃতভাবে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, হামলাকারীরা বাবা ও ছেলে ছিলেন।