• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৩৮:৫৮ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

ইবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে রুহুল আমিন-রবিউস সানি

২৭ অক্টোবর ২০২৫ সকাল ০৯:০৭:৩৫

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউস সানি জোহা।

২৬ অক্টোবর রোববার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সভাপতি মো. রুহুল আমিন বলেন, ‘সবার ঐকান্তিক সহযোগিতায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে একসাথে এগিয়ে যেতে চাই। আমাদের শাখাকে সৃজনশীলতা, উদ্ভাবন ও ইতিবাচক কর্মকাণ্ডে সমৃদ্ধ এক আলোকিত পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রত্যয়ী।’

সাধারণ সম্পাদক মো. রবিউস সানি জোহা বলেন, ‘প্রতিটি সদস্যের লেখালেখি, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নিবেদিত থেকে আমরা এগিয়ে যেতে চাই। নতুন দায়িত্বে সকলের সহযোগিতা ও পরামর্শ হবে আমাদের প্রেরণার উৎস। একসাথে আমরা সংগঠনটিকে শক্তি, সৃজনশীলতা ও আদর্শের দীপ্ত এক প্রতীকে পরিণত করবো।’

Ad
Ad

প্রসঙ্গত, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেইসি বৈঠক শুরু
২৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১১:৪৪









Follow Us