নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেয়েছে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ধামরাই প্রেসক্লাব।
১১ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধামরাই থানা প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


মোট ৩১ জন ভোটারের অংশগ্রহণে এ নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস. এম. হাসান।

নির্বাচনে সভাপতি পদে মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হন। তিনি ২০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী কালের কণ্ঠের প্রতিনিধি আবু হাসান পেয়েছেন ১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোহনা টিভির প্রতিনিধি আব্দুল আহাদ বাবু ২৩ ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি আব্দুল কাদের পান ৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল ২৪ ভোটে নির্বাচিত হয়েছেন, যেখানে প্রতিদ্বন্দ্বী দেশকাল নিউজের শওকত হোসেন সৈকত পেয়েছেন ৭ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল এস টিভির প্রতিনিধি মো. রাসেল হোসেন ২৩ ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রাজধানী টিভির প্রতিনিধি আব্দুল হালিম পেয়েছেন ৮ ভোট।
মোট ৯ পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও ৫ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন-
সহ-সভাপতি: এশিয়ান টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল
অর্থ ও দপ্তর সম্পাদক: রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র নাঈম ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: গ্লোবাল টিভির প্রতিনিধি নাজমুল হাসান
কার্যকরী সদস্য: বাংলাদেশ টুডের মিলন সিদ্দিকী ও খবরের আলোর জাকির হোসেন
নির্বাচন পরিচালনায় প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন খবরের কাগজের প্রতিনিধি রহুল আমিন।
নির্বাচন কমিশনে ছিলেন- হুমায়ূন কবির ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
এ সময় ধামরাই থানা পুলিশের সদস্যসহ ধামরাই, সাভার ও আশুলিয়া অঞ্চলের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available