আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক লাইভ টেলিভিশন ভাষণ চলাকালে ঘটল এক অভাবনীয় ঘটনা। ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব রাজনীতির আলোচনার মাঝেই সরাসরি সম্প্রচারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এক রুশ সাংবাদিক। ‘পুতিনস টিভি ম্যারাথন’ নামে পরিচিত অনুষ্ঠানটি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

সংবাদ সম্মেলন চলাকালে স্থানীয় সাংবাদিক কিরিল বাজানভ লাল বো-টাই পরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়েন। পোস্টারে লেখা ছিল—‘আমি বিয়ে করতে চাই’। বিষয়টি পুতিনের নজরে এলে তিনি বাজানভকে কথা বলার সুযোগ দেন। সবাই ভেবেছিলেন, তিনি জনগুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন করবেন, কিন্তু বাজানভ মাইক্রোফোন হাতে ধরে সবাইকে চমকে দেন।


বাজানভ ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, তার বান্ধবী ওলেচকা অনুষ্ঠানটি টেলিভিশনে দেখছেন। আবেগঘন কণ্ঠে বলেন, ‘ওলেচকা, তুমি কি আমাকে বিয়ে করবে?’ মুহূর্তেই কক্ষ মুখরিত হয়ে ওঠে। প্রস্তাব দেওয়ার পর বাজানভ আবার পেশাদার সাংবাদিকের ভূমিকায় ফিরে যান এবং রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় নিয়ে পুতিনকে প্রশ্ন করেন।
প্রেমিকার উত্তর জানতে বাজানভকে প্রায় এক ঘণ্টা উৎকণ্ঠায় থাকতে হয়। পরে নিশ্চিত করা হয়, ওলেচকা প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পুতিন মজা করে বলেন, নবদম্পতির বিয়ের খরচ জোগাতে তহবিল গঠন করা যেতে পারে। নবদম্পতির জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available