• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ দুপুর ০২:৩১:৪৯ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

কলকাতার বিশৃঙ্খলার সম্পূর্ণ দায় মেসির: সুনীল গাভাস্কার

১৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:২৮

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: কলকাতায় লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তার পুরো দায় সরাসরি মেসির ওপর চাপিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার দাবি, বিশ্বকাপজয়ী এই তারকা নিজের প্রতিশ্রুতি পালন না করায়ই এমন অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Ad

গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পৌঁছান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি হবে প্রায় দুই ঘণ্টার ফ্যান ইভেন্ট। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই অনুষ্ঠানটি হঠাৎ শেষ হয়ে যায়। ফলে হাজার হাজার টিকিট কাটা দর্শক মেসিকে ঠিকভাবে দেখার সুযোগ পাননি।

Ad
Ad

এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ সমর্থকেরা সহিংস আচরণে জড়িয়ে পড়েন এবং কলকাতা পুলিশ আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে। ঘটনার জন্য রাজনীতিক ও ভিআইপিদের অতিরিক্ত উপস্থিতিকে দায়ী করা হলেও গাভাস্কার এসব ব্যাখ্যা মানতে নারাজ।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টার-এ লেখা এক কলামে গাভাস্কার বলেন, ‘যিনি নিজের প্রতিশ্রুতি রাখেননি, তাকে বাদ দিয়ে সবাইকে দোষ দেওয়া হয়েছে। চুক্তিতে কী ছিল তা প্রকাশ্যে আসেনি। কিন্তু যদি এক ঘণ্টা থাকার কথা থেকে তিনি অনেক আগেই চলে যান, তাহলে দায় মূলত তার এবং তার সঙ্গে থাকা লোকজনের।’

নিরাপত্তা ঝুঁকির যুক্তিও নাকচ করে দেন গাভাস্কার। তিনি লেখেন, ‘হ্যাঁ, রাজনীতিক ও তথাকথিত ভিআইপিরা তার আশপাশে ছিলেন। কিন্তু তার বা তার দলের জন্য কোনো বাস্তব নিরাপত্তা হুমকি ছিল না।’

তিনি আরও প্রশ্ন তোলেন, ‘তিনি যদি অন্তত একটি পেনাল্টি শট নিতেন, তাহলে আশপাশের সবাই সরে যেত এবং দর্শকরা তাদের নায়ককে দেখার সুযোগ পেত।’

৭৫ বছর বয়সী এই সাবেক অধিনায়ক আয়োজকদের পক্ষেও কথা বলেন। তিনি উল্লেখ করেন, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসির অনুষ্ঠান নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে। গাভাস্কার লেখেন, ‘অন্য জায়গাগুলোতে অনুষ্ঠান ভালো হয়েছে, কারণ সেখানে প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছিল।’ শেষে তিনি যোগ করেন, ‘কলকাতার মানুষকে দোষ দেওয়ার আগে দেখা দরকার, দুই পক্ষই কি তাদের কথা রেখেছিল।’
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
চীনে বিএনপির বিজয় দিবস উদযাপন
১৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫২:৩৫



সংবাদ ছবি
আইপিএলে ক্রিকেটাররা কে কোন দলে
১৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৯:৫৬

সংবাদ ছবি
বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৫ শতাধিক মানুষ
১৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৭:০৫



Follow Us