• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ১২:৩৮:১৮ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ব্রাকসু কমিশনারের প্রতি ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদের অনাস্থা

৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৪

সংবাদ ছবি

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের কমিশনারের প্রতি অনাস্থা জানিয়েছে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ’।

Ad

৮ ডিসেম্বর সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরের দক্ষিণ পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অনাস্থা প্রকাশ করেন।

Ad
Ad

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ব্রাকসু গঠনতন্ত্র অনুমোদিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের “চরম অযোগ্যতা, অব্যবস্থাপনা ও ব্যর্থতা”র কারণে ব্রাকসু নির্বাচন একটি হাস্যকর পরিস্থিতিতে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের শীতকালীন ছুটির যৌক্তিক দাবি উপেক্ষা করে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে গঠনতন্ত্র ও ভোটার তালিকায় অসংখ্য ভুল-ত্রুটিসহ তড়িঘড়ি করে বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, পূর্বে ব্যর্থতার দায় স্বীকার করে দুইবার পদত্যাগ ও একবার নির্বাচনী কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন কমিশনের সদস্যরা। তখন তারা প্রতিশ্রুতি দেন ভোটার তালিকার ভুল সংশোধন করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কমিশন আবারও ত্রুটিযুক্ত তালিকা রেখে অধিকাংশ শিক্ষার্থীর শীতকালীন ছুটি উপেক্ষা করে “একটি পক্ষের অ্যাজেন্ডা বাস্তবায়ন” করতে প্রহসনের নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছে।

বিভিন্ন সূত্র মতে, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ৩০–৪০ শতাংশ শিক্ষার্থী ছুটিতে বাড়ি চলে গেছেন এবং আগামী সপ্তাহে যা বেড়ে ৭০ শতাংশে পৌঁছাবে। ফলে শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন- “শিক্ষার্থীদের অনুপস্থিতিতে কারা হবে ভোটার?”

সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ ছয়টি দাবি উপস্থাপন করে- ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বহাল রাখা। ভোটার তালিকার ত্রুটি অবিলম্বে সংশোধন। প্রার্থীদের ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন। “অসক্ষম ও মেরুদণ্ডহীন” নির্বাচন কমিশনের প্রতি আনুষ্ঠানিক অনাস্থা। সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সময় নির্ধারণ।

শিক্ষার্থীরা বলেন, “আমাদের দাবি একটাই- সব শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ব্রাকসু নির্বাচন চাই।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us