• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৩৪:৩০ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

সুইমিংপুলে ডুবে রাবি শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের বাসভবন ঘেরাও

২৭ অক্টোবর ২০২৫ সকাল ০৯:০১:৫৭

সংবাদ ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সায়মা হোসাইন নামের এক শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ১২টা পর্যন্ত এই বিক্ষোভ চলে।

Ad
Ad

শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব।

Ad

এ সময় তিনি মাইকে বলেন, ‘তোমরা যখন এখানে সমবেত হও, তখন আমরা ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন এবং মেডিকেলের কর্মকর্তাদের ভাষ্য জানার চেষ্টা করেছি। তদন্ত কমিটি করা হয়েছে তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।’

উপাচার্যের বক্তব্যের পর শিক্ষার্থীরা ধীরে ধীরে চলে যান।

শিক্ষার্থী মৃত্যুর কারণ অনুসন্ধানে ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। এরপর শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা অনুসন্ধানে সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুইমিংপুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার বিকালে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায় সায়মা হোসাইন। সন্ধ্যায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সায়মা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এবং মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

রাত সাড়ে ১১টার পর জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিটিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ঘটনার পূর্বাপর পরিস্থিতি ও পরবর্তীতে রাবি চিকিৎসা কেন্দ্রে সায়মা হোসাইনের চিকিৎসা কার্যক্রম পর্যালোচনা করে এই ধরনের দুঃখজনক ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণসহ প্রাসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠনের ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হবে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুইমিংপুল বন্ধ থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেইসি বৈঠক শুরু
২৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১১:৪৪









Follow Us